
রাইজিংসিলেট- ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বাপ্পী চৌধুরী সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। তার এ সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠে—তিনি নাকি দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং আর ফিরবেন না। তবে এসব গুজবকে সরাসরি অস্বীকার করেছেন এ অভিনেতা।
একটি জাতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাপ্পী বলেন, “আমি নিজেও অনেক জায়গায় দেখেছি, লেখা হয়েছে আমি নাকি পালিয়ে গেছি। এটা সম্পূর্ণ মিথ্যা। আমি কোথাও পালিয়ে যাইনি। বিদেশে স্থায়ী হওয়ারও কোনো ইচ্ছা নেই আমার। আমি হোমসিক, পরিবার ছাড়া থাকতে পারি না।”
তিনি আরও বলেন, “অনেকে বলছে, সিনেমায় কাজ নেই বলে নাকি আমি বিদেশে গিয়েছি। তাদের বলতে চাই, সিনেমার বাইরেও বাপ্পীর চলার পথ আছে।”
যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে বাপ্পী জানান, তিনি সেখানে গিয়েছিলেন ব্যবসায়িক কাজের জন্য। কয়েকজন বায়ারের সঙ্গে বৈঠক এবং একটি বাণিজ্য সম্মেলনে (চেম্বার অব কমার্স সামিট) অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। পাশাপাশি কিছু নতুন ব্যবসায়িক পরিকল্পনা নিয়েও আলোচনা করেছেন বলে জানান তিনি।
বাপ্পী জানান, তিনি অনেক দিন দেশের বাইরে যাননি। তাই এই সফরের মধ্য দিয়ে কিছুটা ভ্রমণের সুযোগও হয়ে গেছে।
প্রসঙ্গত, ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে বাপ্পী চৌধুরীর। এরপর এক যুগের বেশি সময় ধরে তিনি ঢালিউডে কাজ করছেন এবং ‘জটিল প্রেম’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘সুইটহার্ট’, ‘এপার ওপার’, ‘সুলতানা বিবিয়ানা’সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন।
উল্লেখ্য, তিনি গত ১৮ অক্টোবর দেশে ফিরেছেন।