
কুশিয়ারা নদীর পানিবন্টন প্রকল্প স্থগিত করেছে অন্তবর্তীকালীন সরকার। সঙ্গে আছে আরও ৯টি চুক্তি। এছাড়াও সিলেট-শিলচর সংযোগসহ আরও ৯টি চুক্তিও আছে বাতিলের খাতায়।
সিলেট অঞ্চলের অন্যতম প্রধান দুই নদী কুশিয়ারার পানিবন্টন প্রকল্পটি স্থগিত হওয়ায় সিলেটের কৃষিক্ষেত্রে সৃষ্ট একটা সম্ভাবনা নষ্ট হতে পারে।
সোমবার (২০ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এ তথ্য উল্লেখ করেছেন।
২০২২ সালে শেখ হাসিনার সময়ে করা এ সমঝোতা স্মারকের মাধ্যমে আন্তঃসীমান্ত নদী কুশিয়ারা থেকে বাংলাদেশের অনুকুলে দেড় শতাধিক কিউসেক পানি প্রত্যাহারের কথা ছিল।
এতে সীমান্তবর্তী জকিগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার পানি সংকটে থাকা ৫ সহ¯্রাধিক একর জমি সেচের আওতায় নিয়ে আসার একটা সম্ভাবনা ছিল।
বাতিল হওয়া চুক্তির মধ্যে আছে, ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প, অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ প্রকল্প, আশুগঞ্জ-আগরতলা করিডর, ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প, বন্দরের ব্যবহার সংক্রান্ত সড়ক ও নৌপথ উন্নয়ন চুক্তি, ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতা প্রস্তাব, সিলেট-শিলচর সংযোগ প্রকল্প, পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (মিরসরাই ও মোংলা পোর্ট), ভারতীয় প্ররিক্ষা কোম্পানির সঙ্গে টাগ বোট চুক্তি।