ঢাকামঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় ওয়ানতে ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল

rising sylhet
rising sylhet
অক্টোবর ২১, ২০২৫ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

ads

দ্বিতীয় ওয়ানতে ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। এদিন আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে ২১৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মুদাকেশ মোতি। এ ছাড়াও অ্যালিক অ্যাথানাজে ও আখিল হোসেন দুটি করে উইকেট শিকার করেন।

১৬ বলে ৬ রান করে আউট হন সাইফ হাসান। অপর প্রান্ত থেকে সৌম্য লড়াই করলেও বাকিরা ইনিংস বড় করতে পারেননি।

হৃদয় (১২), নাজমুল হোসেন শান্ত (১৫), মাহিদুল ইসলাম অঙ্কন আউট হন ১৭ রানে। এতে ১০৩ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। অন্যদিকে ফিফটির খুব কাছে গিয়েও ৫ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন সৌম্য সরকার। ২৬ বলে ১৪ রান করে তাকে সঙ্গ দেন নাসুম আহমেদ।

এরপর নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে রান তোলার চেষ্টা করতে থাকেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু ২৪ বলে ২৬ রান করে মোতির বলে ক্যাচ আউট হন সোহান।

পিচে এসে বলে বলে বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন রিশাদ, আর তাকে যোগ্য সঙ্গ দেন মিরাজ। শেষ পর্যন্ত মিরাজের ৫৮ বলে ৩২ ও রিশাদের ১৪ বলে ৩৯ রানের ক্যামিওতে ২১৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।