ঢাকাবুধবার , ২২ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়ন বাজেটে সিলেটের প্রকল্প না থাকায় জামায়াতের উদ্বেগ প্রকাশ

rising sylhet
rising sylhet
অক্টোবর ২২, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ads

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ হাজার ৯৮৮ কোটি টাকার ১৩টি প্রকল্প অনুমোদন দেয়া হলেও এতে সিলেটের কোন প্রকল্প না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। সিলেটের সাথে বৈষম্যবিরোধী আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গঠিত সরকারের এমন বৈষম্যমূলক আচরণে সিলেটবাসী ক্ষুব্ধ।

তারা বলেন, শুধু তাই নয়, অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত ১২টি একনেক সভায় ১২৯টি প্রকল্প অনুমোদন দিলেও তাতে সিলেটের কোনো গুরুত্বপূর্ণ ও মেগা প্রকল্প না থাকায় সিলেটবাসী ক্ষুব্ধ। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সূতিকাগার সিলেটের সাথে এমন বৈরী আচরণ সিলেটের মানুষ মেনে নিবেনা বলেও হুশিয়ারী দেন তারা।

বুধবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ আনওয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন বলেন- প্রবাসী অধ্যুষিত অঞ্চল সিলেট পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দীর্ঘ শাসনামলেও উন্নয়নবঞ্চিত ছিল। এই অঞ্চলের উন্নয়নে তেমন কোনো মেগা প্রকল্প নেয়নি হাসিনা সরকার। গেন সরকারের পথ ধরে হাঁটছে বর্তমান অন্তর্বর্তী সরকারও। এক বছরেরও বেশী সময় অতিবাহিত হলেও অন্তর্বর্তী সরকার সিলেটের উন্নয়নে কোন মেগা প্রকল্পের উদ্যোগ ও অনুমোদন গ্রহণ করেনি। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ হাজার ৯৮৮ কোটি টাকার ১৩টি প্রকল্প অনুমোদন দেয়া হলেও সিলেটের কোন প্রকল্প ঠাই পায়নি। যা সিলেটের প্রতি বর্তমান সরকারের বিমাতাসুলভ আচরণের বহিঃপ্রকাশ। অথচ বাস, রেল ও আকাশপথে যোগাযোগের ক্ষেত্রে সিলেটের মানুষ প্রতিনিয়ত সীমাহিন দুর্ভোগের শিকার হচ্ছেন। সড়ক পথে সিলেট থেকে ঢাকা যেতে যেখানে ৪-৫ ঘন্টা লাগতো সেখানে ১৪-১৫ ঘন্টা সময় লাগছে। ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘ যানজটের কারণে ট্রেনের চাহিদা বৃদ্ধি পেলেও কাঙ্খিত বগি বৃদ্ধি করা হয়নি। এছাড়া আকাশ পথে সিলেট-ঢাকা বিমানের ভাড়া আকাশচুম্বি। এসব ক্ষেত্রে বর্তমান সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের উদাসীনতা সিলেটবাসী ক্ষুদ্ধ।

অন্তর্বর্তী সরকারকে সিলেটের সাথে বৈরী আচরণ পরিহার করার পাশাপাশি সিলেটের উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য জোর দাবী জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।