ঢাকাবৃহস্পতিবার , ২৩ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

থাইল্যান্ডে সড়ক দু র্ঘ ট না য় আহত বাকৃবি শিক্ষার্থী সাঈদের মৃ ত্যু

rising sylhet
rising sylhet
অক্টোবর ২৩, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ইন্টার্ন শিক্ষার্থী জাকারিয়া হোসাইন সাঈদ।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন পরিবারের সদস্যরা। ধারণা করা হচ্ছে, হঠাৎ স্ট্রোক বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে। বিষয়টি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে নিশ্চিত করেন পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহুল আমিন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাঈদ গত ৫ আগস্ট ইন্টার্নশিপ প্রোগ্রামের অংশ হিসেবে থাইল্যান্ডে যান। সেখানে ১৪ অক্টোবর সাঈদ, আপন ও রাব্বি নামে তিনজন শিক্ষার্থী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। দুর্ঘটনার সময় সাঈদ মোটরসাইকেল চালাচ্ছিলেন, তবে তিনি তেমন গুরুতর আহত হননি। দেশে ফিরে তিনি নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

বর্তমানে রাব্বি বাংলাদেশে চিকিৎসাধীন রয়েছেন এবং আপন থাইল্যান্ডে গুরুতর অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

ডিন অধ্যাপক রহুল আমিন জানান, “থাইল্যান্ডে দুর্ঘটনার পর তার সব শারীরিক পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক ছিল। তাই হঠাৎ মৃত্যুর বিষয়টি আমরা স্ট্রোক বা হার্ট অ্যাটাকজনিত হতে পারে বলে ধারণা করছি। আসলে কী কারণে মৃত্যু হয়েছে, তা একমাত্র আল্লাহই ভালো জানেন।”

সাঈদের জানাজা আজ বৃহস্পতিবার আসরের নামাজের পর ময়মনসিংহ সদর উপজেলার দীঘারকান্দা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। তার বাড়ি বাকৃবি ফিশারিজ মোড় সংলগ্ন এলাকায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।