
তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) কর্তৃক প্রকাশিত একাধিক ভিডিও পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে চরম অস্বস্তিতে ফেলেছে।
এনডিটিভি সূত্রে জানা গেছে, ভিডিওগুলোতে টিটিপি-র শীর্ষ কমান্ডাররা মুনিরকে সরাসরি হুমকি দিয়ে বলেন সৈন্য পাঠানোর পরিবর্তে পাকিস্তানি সেনাবাহিনীর উচিত শীর্ষ কর্মকর্তাদেরই যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দেওয়া।
এক ভিডিও ক্লিপে পাকিস্তানি কর্মকর্তারা কমান্ডার কাজিম নামে চিহ্নিত টিটিপি-র এক জ্যেষ্ঠ ব্যক্তিকে দেখা যায়। তিনি মুনিরকে উদ্দেশ্য করে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, তুমি পুরুষ হলে আমাদের মোকাবিলা করো।
ভিডিওগুলোতে গত ৮ অক্টোবর খাইবার পাখতুনখোয়ার কুররমে টিটিপি-র চালানো একটি হামলার দৃশ্য রয়েছে। টিটিপি দাবি করেছে, ওই হামলায় ২২ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে এবং তারা বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক যান জব্দ করেছে। যদিও পাকিস্তানের সরকারি হিসাবে এই হামলায় ১১ জন সৈন্য নিহত হওয়ার কথা স্বীকার করা হয়েছে।
পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টিটিপি-র সাম্প্রতিক সামরিক সফলতা অন্যান্য সহিংস গোষ্ঠীকে আরও বেশি উৎসাহিত করেছে। লস্কর-ই-ঝংভি, ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ এবং জইশ-ই-মুহাম্মদের মতো গোষ্ঠীগুলো টিটিপি-র গতিপথ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। টিটিপি-র হামলা বেড়ে যাওয়ায় জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রাখতে পাকিস্তান সেনাবাহিনীর ব্যর্থতাও প্রকাশ হয়ে পড়েছে বলে সমালোচকরা মনে করছেন।
একই ভিডিওতে কাজিম বলেন, যদি মায়ের দুধ খেয়ে থাকো, তাহলে আমাদের সঙ্গে লড়াই করো। এই হুমকির পর, গত ২১ অক্টোবর পাকিস্তানি কর্তৃপক্ষ কাজিমকে ধরিয়ে দেওয়ার তথ্যের জন্য দশ কোটি পাকিস্তানি রুপি পুরস্কার ঘোষণা করেছে।
সীমান্ত পেরিয়ে গুলিবর্ষণ, বিমান হামলা এবং পাল্টাপাল্টি হামলায় উভয়পক্ষের বেসামরিক নাগরিকের প্রাণহানির পর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় এই মাসের মাঝামাঝি পাকিস্তান এবং আফগান তালেবান-নেতৃত্বাধীন কর্তৃপক্ষ তাৎক্ষণিক অস্ত্রবিরতিতে সম্মত হয়। যদিও ইসলামাবাদ স্পষ্ট জানিয়েছে, আফগানিস্তান যদি টিটিপি-সহ আফগান ভূখণ্ড থেকে পরিচালিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয়, তবে এই যুদ্ধবিরতি টিকবে না।