রাইজিংসিলেট- মাত্র ১০ জন খেলোয়াড় নিয়েই ইংল্যান্ডকে হারিয়ে দিল ব্রাজিলের নারী ফুটবল দল। ম্যানচেস্টারের ইত্তিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে শনিবার (২৫ অক্টোবর) স্বাগতিকদের ২–১ ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আমেরিকার দলটি।
ব্রাজিলের হয়ে গোল করেছেন বিআ জানেরাত্তো ও দুদিনহা। ইংল্যান্ডের একমাত্র গোলটি করেন জর্জিয়া স্ট্যানওয়ে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ব্রাজিল। নবম মিনিটে দুদিনহার পাস থেকে নিখুঁত শটে দলকে এগিয়ে নেন জানেরাত্তো। এরপর ১৯তম মিনিটে জানেরাত্তোর সহায়তায় স্কোরলাইন দ্বিগুণ করেন দুদিনহা।
তবে ২১তম মিনিটে ইংল্যান্ডের এলা টুনকে বক্সে ফাউল করলে সরাসরি লাল কার্ড দেখেন ব্রাজিল অধিনায়ক অ্যাঞ্জেলিনা। ফলে প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হয় সেলেসাওরা।
দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের আক্রমণ তীব্র হয়, এবং ৪৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ করেন স্ট্যানওয়ে। কিন্তু এরপর জমাট রক্ষণ আর গোলরক্ষক লোরেনার দক্ষতায় বাকি সময়টায় কোনো গোল হজম করেনি ব্রাজিল।
৩৭ হাজারেরও বেশি দর্শকের সামনে ম্যাচটি ছিল টানটান উত্তেজনায় ভরা। শেষ পর্যন্ত ২–১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল, যা তাদের জন্য ২০২৩ সালের ফাইনালিসিমায় ইংল্যান্ডের বিপক্ষে হারের একপ্রকার মধুর প্রতিশোধ।
দুই প্রীতি ম্যাচে টানা জয়ের পর আগামী মঙ্গলবার ইতালির মুখোমুখি হবে ব্রাজিল। অন্যদিকে, ইংল্যান্ড একইদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে।