ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত

rising sylhet
rising sylhet
অক্টোবর ২৬, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন নির্বাচন স্থগিত করা হয়েছে। ভোটগ্রহণের মাত্র পাঁচ দিন আগে, রবিবার (২৬ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

চিঠিতে বলা হয়েছে, সদস্যপদ যাচাই-বাছাই শেষে নতুন করে তফসিল ঘোষণা করে ২০২৫-২০২৭ মেয়াদের জন্য পরিচালনা পর্ষদের নির্বাচন আয়োজন করতে হবে। (স্মারক নং: ২৬.০০.০০০০.০০০.১৫৬.৩২.০০০১.৯২.২৭১; তারিখ: ২৬ অক্টোবর ২০২৫)।
যদিও চিঠিতে নির্বাচন স্থগিতের কারণ বিস্তারিতভাবে উল্লেখ নেই, তবে ভোটার তালিকার যাচাই-বাছাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে দি সিলেট চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা জানান, “চিঠিতে ভোটার তালিকা যাচাইয়ের নির্দেশ এসেছে। তালিকা সংক্রান্ত কিছু অভিযোগ মন্ত্রণালয়ে জমা পড়েছিল, সে কারণেই যাচাই শেষে নতুন তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

একটি সূত্র জানায়, সাবেক পরিচালক আমিরুজ্জামান দুলু কর্তৃক দাখিল করা এক আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত আসে। তিনি সম্প্রতি তিন পৃষ্ঠার একটি আবেদনপত্র বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেন, যা পর্যালোচনা শেষে নির্বাচন স্থগিতের নির্দেশ দেওয়া হয়।

চেম্বারের সচিব গোলাম আক্তার ফারুক বলেন, “আমরা নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত হয়েছি, তবে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি এখনো স্পষ্ট নয়।”

এর আগে ১ নভেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারিত ছিল। তফসিল ঘোষণা, মনোনয়ন যাচাইসহ সব প্রস্তুতিও সম্পন্ন হয়। এবারের নির্বাচনে দুটি প্যানেল— সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম— থেকে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।