রাইজিংসিলেট- জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী মঙ্গলবার (২৮ অক্টোবর) সিলেট শহরের কয়েকটি এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২, সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক জানান, সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১১ কেভি ফিডারের আওতাভুক্ত সেনপাড়া, শিবগঞ্জ, ভাটাটিকর, সাদিপুর, টিলাগড়, গোপালটিলা, এমসি কলেজ এলাকা ও আশপাশের অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত কাজ আগে শেষ হলে, নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে বিভাগ সূত্রে জানানো হয়েছে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ সকলের সহায়তা ও ধৈর্য কামনা করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।