রাইজিংসিলেট- সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এক লটারিতে সৌভাগ্যের ছোঁয়া পেলেন বাংলাদেশি প্রবাসী মানসুর আহমেদ। তিনি ‘বিগ টিকিট’ লটারিতে অংশ নিয়ে জিতে নিয়েছেন ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম স্বর্ণ, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।
২৪ বছর বয়সী মানসুর পেশায় একজন ইলেকট্রিশিয়ান। চার বছর আগে কর্মসূত্রে দুবাইয়ে পাড়ি জমান তিনি। এবার প্রথমবারের মতো লটারির টিকিট কেনেন তিনি, আর তাতেই জিতে নেন এই বড় পুরস্কার।
মানসুর জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিগ টিকিট’-এর বিজ্ঞাপন দেখে তিনি আগ্রহী হন। পরে ১০ জন বন্ধুর সঙ্গে একটি দল গঠন করে যৌথভাবে টিকিট কেনেন তারা। ভাগ্য সহায় হয়েছিল, এবং প্রথম প্রচেষ্টাতেই তারা জয় পান।
তার ভাষায়, “চার বছর ধরে আমিরাতে আছি। এবার প্রথমবার টিকিট কিনে এমন পুরস্কার পাবো, ভাবতেই পারিনি। আমরা সবাই খুব খুশি। এই আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।”
জেতা স্বর্ণের পরিমাণ দলটির সদস্যদের মধ্যে সমানভাবে ভাগ করে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান মানসুর। তিনি আরও বলেন, “আমরা ভবিষ্যতেও একসঙ্গে লটারিতে অংশ নেব। এমন অভিজ্ঞতা সত্যিই জীবনের স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।”