ঢাকাসোমবার , ২৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসক আব্দুন নূর তুষারের প্রশ্ন

rising sylhet
rising sylhet
অক্টোবর ২৭, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

ads

বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক আব্দুন নূর তুষার প্রশ্ন করেছেন -রাষ্ট্র মেরামতের নামে চা-নাশতা খেয়ে কত টাকা খরচ করেছেন।

সম্প্রতি নিজের ফেসবুকের এক পোস্টে তিনি এ প্রশ্ন করেন।

আব্দুন নূর তুষার বলেন, শুধু মেট্রোরেল নয়, এই দেশের অধিকাংশ স্থাপনার রক্ষণাবেক্ষণ নেই। নিরাপত্তার বিষয়ে কোনো মাথাব‍্যথা নেই। মেট্রোরেলের বিয়ারিং প‍্যাড পড়ে গেছে। অথচ ম‍্যানহোলের ঢাকনা না থাকায় অথবা খোলা ড্রেনে পড়ে কতজন আহত-নিহত হয়েছে? এ ব্যাপারে এই দেশে সরকারি কোনো প্রতিষ্ঠান জবাবদিহি করে না। আপনারা এই দেশের কোনো স্টেডিয়ামে আগুন ধরলে জরুরি নির্গমনের পথের কোনো নির্দেশিকা দেখেছেন? জনবহুল শপিং মলে?

 তুষার আরও বলেন, কত টাকা খরচ করেছেন রাষ্ট্র মেরামতের নামে চা-নাশতা খেয়ে? আলী রীয়াজের পেছনে মাসে খরচ কত? রাষ্ট্র মেরামতের সেই টাকা দিয়ে রেলের রক্ষণাবেক্ষণ বা মেরামত করালে হয়তো উপকার হতো। মাত্র পাঁচ লাখ টাকা দিতে লজ্জা করল না? যেখানে ৯ লাখ টাকা শুধু একটা বিছানার ভাড়া দিয়েছে রাষ্ট্র, প্রতিরাতে লন্ডন সফরকালীন।

তুষার বলেন, মৃত‍্যুর বিনিময়ে কিছু টাকা দিলেই হয়ে গেল? এই মানুষটি না থাকলে কি শুধু তার পরিবারের আর্থিক ক্ষতি হয়েছে? এই সন্তানের পিতা? এই নারীর স্বামী? এই মায়ের পুত্র? ফেরত দিতে পারবেন?

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।