জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন- জামায়াত প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশের সবুজ ভুখন্ডে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে আসছে। জনতার রায়ে জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহীতা নিশ্চিত করা হবে। নাগরিককে তার মর্যাদা ফিরিয়ে দিবে। দুর্নীতি ও লুটপাটের সকল পথ বন্ধ করে দেয়া হবে। জামায়াতের প্রতি জনতার প্রত্যাশা দিন দিন বেড়ে চলেছে। আগামী নির্বাচনে জনতার প্রত্যাশাকে কাজে লাগাতে হবে।
তিনি বলেন, আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে গত দেড় যুগ আমাদের ওপর সীমাহিন জুলুম নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছে। বিচারের নামে আমাদের ১১ জন শীর্ষ নেতাকে শহীদ করা হয়েছে। হাজার হাজার সহকর্মীকে খুন-গুম করা হয়েছে। বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। চাকরি থেকে তাড়িয়ে দেয়া হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান লুণ্ঠন করেছে, বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু আমাদেরকে শেষ করা যায়নি। ষড়যন্ত্র করে জামায়াতকে দমিয়ে রাখা যাবেনা।
তিনি রোববার বিকেলে সিলেট মহানগরীর শাহপরান থানা পশ্চিমের ২২নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে সেন্টার কমিটির প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
থানা আমীর শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, বিশিষ্ট আইনজীবী এডভোকেট আলীম উদ্দিন, শিক্ষাবিদ প্রিন্সিপাল ড. হাসমত উল্লাহ, বদরুল আমিন হারুন, সাবেক প্রিন্সিপাল আতাউর রহমান ও এডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী। সভায় ২২নং ওয়ার্ডের বিভিন্ন সেন্টার কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।