ঢাকাসোমবার , ২৭ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন হোটেল রাজমনি সিলগালা

rising sylhet
rising sylhet
অক্টোবর ২৭, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

ads

প্রতিনিয়ত সিলেট মহানগরীর বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে অভিযান দিচ্ছে পুলিশ। তারই ধারাবাহিকতায় এবার নগরীর জিন্দাবাজারে হঠাৎ ডিবি পুলিশের হানা! নগরীর ব্যস্ততম এই পয়েন্টে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই পুরুষ ও এক নারীসহ মোট তিনজনকে আটক করে পুলিশ। অভিযানের সময় নগরীর জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন হোটেল রাজমনি সিলগালা করা হয়। যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

আটক ব্যক্তিরা হলেন- ওহাব মিয়া (২৫), বিল্লাল হোসেন (২৭) ও কবিতা আক্তার (৩০)।

সোমবার (২৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নগরীর জিন্দাবাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘এমন অভিযান অনৈতিক কার্যকলাপ বন্ধে নিয়মিত চালানো হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা নগরীর শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রতিনিয়ত সচেষ্ট। কেউ সামাজিক নিয়ম অমান্য করলে আমরা সজাগ থাকব।’

জিন্দাবাজারের এই অভিযান স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং এটি অনৈতিক কার্যকলাপ কমাতে পুলিশের কার্যক্রমের দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি এর আগেও সিলেটে ৪টি আবাসিক হোটেল সিলগালা করে প্রশাসন।

ডিবি পুলিশ জানায়, সোমবার (২৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সিলেট মহানগরীর জিন্দাবাজারে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই পুরুষ ও এক নারীসহ মোট তিনজনকে আটক করে পুলিশ। অভিযানের সময় নগরীর জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন হোটেল রাজমনি সিলগালা করা হয়। তাদের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশ আইন, ২০০৯-এর ৭৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৪৫৮, তারিখ ২৭/১০/২০২৫। পরে পুলিশ তিনজনকে আদালতে সোপর্দ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।