ঢাকামঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সম্রাটকে অ স্ত্র আইনের একটি মা ম লায় যাব জ্জী বন কারাদ ণ্ডা দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

rising sylhet
rising sylhet
অক্টোবর ২৮, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ads

বহুল আলোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে অস্ত্র আইনের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে র‍্যাব সম্রাটকে গ্রেপ্তার করে। পরে তাকে নিয়ে কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়। ওই সময় তার কার্যালয় থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, একটি পিস্তল ও বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়। বন্যপ্রাণীর চামড়া রাখার অপরাধে সেদিনই তাকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

৭ অক্টোবর র‍্যাব-১-এর পক্ষ থেকে রমনা থানায় মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০২০ সালের ৬ নভেম্বর আদালতে অস্ত্র মামলায় অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। গত ১৬ জানুয়ারি সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। ওইদিন আদালতে উপস্থিত না থাকায় তার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

মানিলন্ডারিং প্রতিরোধ আইনে করা আরেকটি মামলায় গত ২৬ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সম্রাট এবং তার সহযোগী এনামুল হক আরমানের জামিন বাতিল করে তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর সিআইডির পক্ষ থেকে রমনা মডেল থানায় মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি দায়ের করা হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।