রাইজিংসিলেট- বাংলাদেশে অবস্থিত জার্মান দূতাবাস ভিসা প্রক্রিয়ায় প্রতারণা ও জালিয়াতির ঝুঁকি সম্পর্কে আবেদনকারীদের সতর্ক করেছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে অনুরোধ জানানো হয়।
দূতাবাস জানায়, সম্প্রতি কিছু ব্যক্তি ও সংগঠন দূতাবাসের নাম ব্যবহার করে ভিসা আবেদনকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। তাই আবেদনকারীদের পরামর্শ দেওয়া হয়েছে—যেকোনো ইমেইল বা বার্তা পাওয়ার পর প্রেরকের ঠিকানা ভালোভাবে যাচাই করতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “যদি ইমেইলের উৎস নিয়ে সন্দেহ থাকে, তাহলে সরাসরি দূতাবাসের ওয়েবসাইটে থাকা যোগাযোগ ফর্ম ব্যবহার করে বিষয়টি যাচাই করুন।”
এছাড়া দূতাবাস স্পষ্ট করেছে যে, কনস্যুলার সার্ভিস পোর্টাল কেবল স্বয়ংক্রিয় নোটিফিকেশন পাঠায়—যেখানে নতুন বার্তা এসেছে কিনা তা জানানো হয়, তবে ইমেইলের মাধ্যমে কোনো ভিসা-সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রদান করা হয় না।
এর আগে দূতাবাস ভিসা আবেদনকারীদের সতর্ক করেছিল প্রতারক দালাল বা এজেন্টদের বিষয়ে, যারা ভিসা জমা বা প্রক্রিয়াকরণে সহায়তার দাবি করে। আবেদন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্যের জন্য দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট বা ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শও দেওয়া হয়েছে।