ঢাকাবৃহস্পতিবার , ৩০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ-১: বিএনপিতে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা, প্রবাসীরাও মনোনয়ন দৌড়ে

rising sylhet
rising sylhet
অক্টোবর ৩০, ২০২৫ ১:২৬ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে প্রার্থীদের পদচারণা বেড়েছে। বিএনপি, জামায়াতে ইসলামি ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশীরা মাঠে সক্রিয়। প্রবাসী অধ্যুষিত এ এলাকায় নির্বাচনের সময় প্রবাসীরা দেশে এসে বৈঠক ও প্রচারণা চালান।

১৯৮৪ সালে গঠিত এ আসনে ১৯৮৬ থেকে ২০২৪ সালের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। ২০১১ সালের উপ-নির্বাচনে বিএনপির শেখ সুজাত মিয়া আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে জয়ী হন।

এবার বিএনপিতে মনোনয়ন প্রতিযোগিতা তীব্র। প্রধান প্রার্থী সাবেক এমপি শেখ সুজাত মিয়া (যুক্তরাজ্য প্রবাসী)। প্রতিদ্বন্দ্বীরা হচ্ছেন শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল আলী নান্টু, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মুখলেছুর রহমান মুখলিস এবং সাবেক পৌর মেয়র ছাবির আহমদ চৌধুরী। এছাড়া ড. রেজা কিবরিয়া ও গণঅধিকার পরিষদের আবুল হোসেন জীবনও সম্ভাব্য প্রার্থী।

প্রার্থীরা দেশে এসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, গণসংযোগ করছেন এবং সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
শেখ সুজাত মিয়া বলেন, “দল আমাকে মূল্যায়ন করলে আসনটি দলকে উপহার দিতে পারবো।”
ছাবির আহমদ চৌধুরী যোগ করেন, “জনগণের সঙ্গে আমার সম্পর্ক গভীর, আশা করি দল আমাকে বিবেচনা করবে।”
শাহজাহান আলী বলেন, “দীর্ঘদিন জনগণের সেবা করেছি, সুযোগ পেলে আরও কাজ করতে চাই।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।