ছাতক প্রতিনিধিঃসুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাও ইউনিয়নের আনুজানি গ্রামে পঞ্চাশ বছরের পুরনো একটি বাড়ির রাস্তার সড়ক কেটে ফেলার অভিযোগ উঠেছে, একেই এলাকার ছালিক, আজাদ, পারবেজ গংসহ কয়েকজনের বিরুদ্ধে।এতে দুর্ভোগে পড়েছে ৫/৭টি পরিবার।সম্প্রতি বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেছেন আনুজানি গ্রামের জহুর আলী নামের এক ভুক্তভোগী।
অভিযোগ সুত্রে জানা যায়,গত ২৮ অক্টোবর সকালের দিকে ছালিক,পারবেজ, আজাদ গং মিলে দেশীয় অস্ত্র লাঠি, দা কুড়াল, লোহার রড নিয়ে ১৫/১৬ জনের ১টি দল জহুর আলীর বাড়িতে প্রবেশ করে।জহুর আলী কে বাড়িতে না পেয়ে মহিলাদের হুমকি প্রদান করে এবং লামারসুলগঞ্জ সড়ক সংলগ্ন জহুর আলীর বাড়ির রাস্তা প্রায় ১০ফুট গর্ত করে চলে যায়।
ভোক্তবোগী জহুর আলী বলেন, বিবাদীরা আমার প্রতিবেশি জায়গা সংক্রান্ত বিরোধের জেরে আমার বসতবাড়ীর সামনে প্রায় ৫০ বছরের পুরোনো একটি চলাচলের কাঁচা রাস্তা।ওই রাস্তা দিয়ে আমিসহ এলাকার সর্বসাধারণ লোকজন চলাচল করে থাকি।বিবাদীদের সাথে আগে থেকে জায়গা জমি সংক্রান্তের জেরে সুনামগঞ্জ জেলা আদালত মামলা চলমান ।
ভোক্তবোগী পরিবারের সদস্যরা জানান আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
আমাদের বসত বাড়ির রাস্তা কেটে ফেলার কারণে আমরা দূর্ভোগের শিকার।আমাদের বাড়ির সামনে রাস্তায় গর্ত করে গিয়াছে ওরা লাঠিয়াল বাহিনী। ওদের বিচার চাই।
জাহিদ পুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল লতিফ অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন,থানার ওসি স্যারের নির্দেশে এ,এস,আই রিপন কে দায়িত্ব দেওয়া হয়েছে।