সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকা থেকে আব্দুল মালেক (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, মালেক সুনামগঞ্জের জামালগঞ্জ থানার শিবপুর গ্রামের মৃত রমিজ মিয়া ও জয়বানুর ছেলে। তিনি পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার কাছ থেকে ৩০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানা পুলিশ কদমতলীর হোটেল তৌফিকের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং ২১/৩১/১০/২৫) দায়ের করা হয় এবং পরদিন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাইফুল ইসলাম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।