ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কাতারে ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘এশিয়া কাপ রাইজিং স্টার্স’ টুর্নামেন্ট

rising sylhet
rising sylhet
অক্টোবর ৩১, ২০২৫ ৬:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ads

আগামী ১৪ নভেম্বর কাতারে শুরু হচ্ছে নতুন এশিয়ান ক্রিকেট টুর্নামেন্ট ‘এশিয়া কাপ রাইজিং স্টার্স’। শুক্রবার (৩১ অক্টোবর) এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) টুর্নামেন্টের অফিসিয়াল সূচি ঘোষণা করেছে।

অংশগ্রহণকারী দল

মোট আটটি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে—
বাংলাদেশ এ, ভারত এ, পাকিস্তান এ, শ্রীলঙ্কা এ, আফগানিস্তান এ, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং চায়না।

গ্রুপ বিন্যাস

গ্রুপ এ: বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং চায়না
গ্রুপ বি: ভারত, পাকিস্তান, ওমান, সংযুক্ত আরব আমিরাত

ম্যাচ সূচি

টুর্নামেন্টের প্রথম ম্যাচে ১৪ নভেম্বর মুখোমুখি হবে পাকিস্তান ও ওমান।

বাংলাদেশের প্রথম ম্যাচ ১৫ নভেম্বর, প্রতিপক্ষ হংকং চায়না। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২:৩০টায়।

পরের ম্যাচে বাংলাদেশ খেলবে ১৭ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে এবং ১৯ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে, উভয় ম্যাচই রাত সাড়ে ৮টায় শুরু হবে।

টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত ম্যাচ ভারত-পাকিস্তান অনুষ্ঠিত হবে ১৬ নভেম্বর রাত সাড়ে ৮টায়।

সেমিফাইনাল ও ফাইনাল

সেমিফাইনাল দুটি: ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে—প্রথমটি বিকেল সাড়ে ৩টায়, দ্বিতীয়টি রাত সাড়ে ৮টায়।

ফাইনাল ম্যাচ: ২৩ নভেম্বর, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

এই টুর্নামেন্টটি সম্পূর্ণভাবে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।