ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

থানায় না গিয়েও জিডি-মামলার সুযোগ: সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার

rising sylhet
rising sylhet
অক্টোবর ৩১, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেট মহানগরের নাগরিকদের এখন আর সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা করতে থানায় যেতে হবে না বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী।

তিনি জানান, নাগরিক সেবাকে সহজ ও আধুনিক করতে “GenieA” নামের একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে অভিযোগ, তথ্য বা সহযোগিতার অনুরোধ পাঠানো মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে।

শুক্রবার (৩১ অক্টোবর) নগরীর উপশহর বি-ব্লকের বাইতুল মামুর জামে মসজিদে জুমার নামাজ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ তথ্য জানান।

কমিশনার বলেন, শুরুতে অ্যাপটি মোগলাবাজার থানা এলাকায় চালু করা হয়েছে এবং নাগরিকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে এটি শাহপরাণ (রহ.) ও দক্ষিণ সুরমা থানায় চালু করার পরিকল্পনা রয়েছে। আগামী মাসে “আইনি সেবা” নামে নতুন একটি ফিচারও যুক্ত হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, কেউ যদি বিপুল অঙ্কের টাকা এক স্থান থেকে অন্য স্থানে বহন করতে চান, তবে পুলিশ বিনা খরচে নিরাপত্তা সহায়তা প্রদান করবে।

সিলেটকে একটি নিরাপদ ও সুন্দর শহরে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করে কমিশনার বলেন, “এ লক্ষ্য অর্জনে নাগরিকদের সহযোগিতা অপরিহার্য।”

বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, সিলেট মহানগর এলাকায় প্রায় ৯০০টিরও বেশি মসজিদ রয়েছে, কিন্তু অধিকাংশ ইমাম ও মুয়াজ্জিনের মাসিক সম্মানী মাত্র ৩ থেকে ৫ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ। সমাজে ন্যায় ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ইমাম-মুয়াজ্জিনদের প্রাপ্য সম্মানী নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের হাতে GenieA App সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।