রাইজিংসিলেট- নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, রমজানের আগে অর্থাৎ আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে কমিশন নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করেছে এবং তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে।
শুক্রবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “মিডিয়ার সহযোগিতায় আমরা ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজন করতে চাই।”
গণভোট প্রসঙ্গে প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল জানান, গণভোট নির্বাচন আগে নাকি পরে হবে— সে বিষয়ে এখনো কমিশনে আলোচনা হয়নি। “সরকারি প্রস্তুতি ও সিদ্ধান্ত আসলে কমিশন তা জানাবে,” তিনি যোগ করেন।
রাজনৈতিক সিদ্ধান্তভিত্তিক পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) ব্যবস্থা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়; রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি।”
নির্বাচন-সংক্রান্ত বিধিমালা প্রসঙ্গে তিনি আরও জানান, “নির্বাচন পরিকল্পনা বিধিমালার প্রতীকতালিকাসহ প্রয়োজনীয় সংশোধন ও হালনাগাদ কাজ সম্পন্ন করা হয়েছে।”
প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্তি বিষয়ে তিনি বলেন, নভেম্বর থেকে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হবে, পাশাপাশি কারাবন্দি ভোটাররাও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন— এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।
অনুষ্ঠানে সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের উদ্দেশে বলেন, “নির্বাচন নিয়ে যেন কোনো গুজব বা ভ্রান্ত তথ্য ছড়ানো না হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”