ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে সিপিবি নেতা আনোয়ার হোসেন সুমন আটক

rising sylhet
rising sylhet
নভেম্বর ১, ২০২৫ ১২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটের আখালিয়া কালিবাড়ি এলাকার নিজ বাসা থেকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনকে শুক্রবার মধ্যরাতে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

সিপিবির স্থানীয় নেতাদের বরাতে জানা যায়, রাত প্রায় ১২টার দিকে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। তবে আটক সংক্রান্ত বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আনোয়ার হোসেন সুমন সম্প্রতি ব্যাটারি রিকশা শ্রমিকদের আন্দোলনে যুক্ত ছিলেন। রিকশা চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা দাবিতে গত মঙ্গলবার শহরে শ্রমিকরা বিক্ষোভ করেন, যেখানে সুমনও উপস্থিত ছিলেন। আন্দোলনের পর শ্রমিকরা রবিবার পর্যন্ত সময় দিয়ে দাবি আদায়ের আলটিমেটাম দেন এবং দাবি পূরণ না হলে অনশন কর্মসূচি ঘোষণা করেন। এর আগের রাতেই সুমনকে আটক করা হয়।

উল্লেখ্য, সেপ্টেম্বরের শেষ দিক থেকে সিলেট মহানগরীতে ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ। এতে অনেক রিকশা জব্দ এবং চার্জিং পয়েন্টের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।