রাইজিংসিলেট- সিলেটের আখালিয়া কালিবাড়ি এলাকার নিজ বাসা থেকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনকে শুক্রবার মধ্যরাতে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।
সিপিবির স্থানীয় নেতাদের বরাতে জানা যায়, রাত প্রায় ১২টার দিকে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। তবে আটক সংক্রান্ত বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আনোয়ার হোসেন সুমন সম্প্রতি ব্যাটারি রিকশা শ্রমিকদের আন্দোলনে যুক্ত ছিলেন। রিকশা চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ১১ দফা দাবিতে গত মঙ্গলবার শহরে শ্রমিকরা বিক্ষোভ করেন, যেখানে সুমনও উপস্থিত ছিলেন। আন্দোলনের পর শ্রমিকরা রবিবার পর্যন্ত সময় দিয়ে দাবি আদায়ের আলটিমেটাম দেন এবং দাবি পূরণ না হলে অনশন কর্মসূচি ঘোষণা করেন। এর আগের রাতেই সুমনকে আটক করা হয়।
উল্লেখ্য, সেপ্টেম্বরের শেষ দিক থেকে সিলেট মহানগরীতে ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ। এতে অনেক রিকশা জব্দ এবং চার্জিং পয়েন্টের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।