রাইজিংসিলেট- সিলেটের তিন যুবক- হাফিজুর রহমান, এম এ মান্নান ও শাহরিয়ার রহমান রনি- কানাডা পাঠানোর প্রলোভনে নেপালে জিম্মি হন। তাদেরকে সিলেটের মিরাবাজারের দালাল মিজানুর আমিন প্রতারণার ফাঁদে ফেলেন। তিনি প্রতিশ্রুতি দেন ১২ লাখ টাকায় নেপাল হয়ে কানাডায় পাঠানোর, যেখানে কানাডায় পৌঁছানোর পর টাকার বাকি অংশ পরিশোধ করা যাবে।
নেপালে পৌঁছানোর পর তাদের পাসপোর্ট কেড়ে নিয়ে নির্জন বাড়িতে আটকে রাখা হয়, মারধর ও নির্যাতন করা হয়, এমনকি বন্দুকের মুখে পরিবারের সঙ্গে মিথ্যা কথা বলতেও বাধ্য করা হয় যে তারা নাকি কানাডায় পৌঁছে গেছে। এতে প্রতারক মিজানুর তাদের পরিবার থেকে মোট ১৪ লাখ টাকা আদায় করে।
পরবর্তীতে রনির পরিবারের সন্দেহ হলে থানায় মামলা করে। পুলিশ মিজানুরকে গ্রেপ্তার করলে পাচারকারীরা নেপালে থাকা তিন যুবককে ছেড়ে দেয়। ব্র্যাক ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তারা দেশে ফেরেন।
ব্র্যাকের কর্মকর্তা শরিফুল হাসান জানান, নেপাল ভিসামুক্ত হওয়ায় অনেক মানবপাচারকারী দেশটিকে রুট হিসেবে ব্যবহার করছে। কানাডা, ইউরোপ বা অস্ট্রেলিয়া পাঠানোর নামে এমন প্রতারণা বেড়ে যাচ্ছে। তিনি সাধারণ মানুষকে সচেতন থাকার ও প্রতারণার শিকার হলে দ্রুত পুলিশ বা ব্র্যাক মাইগ্রেশন সেন্টারে যোগাযোগ করার আহ্বান জানান।