ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ: ধূমপায়ী ও মাদকাসক্তদের আবেদন নিষিদ্ধ

rising sylhet
rising sylhet
নভেম্বর ৬, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৮ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে, চলবে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে— ধূমপান বা যেকোনো মাদক গ্রহণের অভ্যাস থাকলে আবেদন করা যাবে না। বিজ্ঞপ্তির ১৪ নম্বর শর্তে বিষয়টি স্পষ্টভাবে বলা হয়েছে।

আবেদন করতে পারবেন কারা

প্রথম ধাপে শুধুমাত্র রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন। পরবর্তী ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ হবে। আবেদন ফি ১০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

সহকারী শিক্ষক পদটি জাতীয় বেতনস্কেল–২০১৫ অনুযায়ী ১৩তম গ্রেডে (বেতন ১১,০০০–২৬,৫৯০ টাকা)। প্রার্থীর বয়স ৩০ নভেম্বর ২০২৫ তারিখে কমপক্ষে ২১ বছর ও সর্বাধিক ৩২ বছর হতে হবে। প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য নয়।

নিয়োগ পরীক্ষা ও মূল্যায়ন

নিয়োগ প্রক্রিয়া হবে দুটি ধাপে— লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা।
লিখিত পরীক্ষা: মোট ৯০ নম্বর, সময় ৯০ মিনিট। বিষয়সমূহ: বাংলা (২৫), ইংরেজি (২৫), গণিত (২০), দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান (২০)। পাস নম্বর ৪৫ (৫০%)।
মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য। পূর্ণমান ১০, পাস নম্বর ৫।

সংক্ষেপে

আবেদনকাল: ৮–২১ নভেম্বর

যোগ্যতা: স্নাতক বা সমমান

বয়সসীমা: ২১–৩২ বছর (৩০ নভেম্বর ২০২৫ অনুযায়ী)

ফি: ১০০ টাকা

ধূমপান বা মাদকাসক্ত প্রার্থী অযোগ্য

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।