ঢাকাবৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে পরিবহন চলাচল নিয়ে উ’ত্তে’জ’না, হবিগঞ্জ পরিবহন নেতাদের হুঁ শি য়া রি

rising sylhet
rising sylhet
নভেম্বর ৬, ২০২৫ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ জানিয়েছে, যদি আগামী ৮ নভেম্বরের পর হবিগঞ্জের বাস মৌলভীবাজার রুটে চলতে না দেওয়া হয়, তাহলে মৌলভীবাজার জেলাকে সম্পূর্ণভাবে অচল করে দেওয়া হবে। তারা হুঁশিয়ারি দিয়েছেন, প্রয়োজনে ঢাকা-সিলেট মহাসড়ক ও রেলপথ অবরোধ করা হবে, যাতে মৌলভীবাজারের সঙ্গে দেশের অন্যান্য এলাকার যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, ১ নভেম্বর শ্রীমঙ্গল থেকে সিলেট রোডে নতুন একটি বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি নেতা এম নাসের রহমান বক্তব্য রাখার সময় হবিগঞ্জের মানুষ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন এবং বলেন, ৮ নভেম্বরের পর হবিগঞ্জের বাস মৌলভীবাজারে চলতে দেওয়া হবে না। এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় হবিগঞ্জের পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন।

লিখিত বক্তব্যে সংগঠনের সদস্য সচিব ও হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল বলেন, “আমরা সবসময় শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে চাই, কিন্তু কেউ যদি আমাদের ক্ষতি করার চেষ্টা করে, তবে কঠোরভাবে প্রতিরোধ করা হবে।” তিনি নাসের রহমানের কটূক্তির তীব্র নিন্দাও জানান।

সংবাদ সম্মেলনে আহ্বায়ক মো. ফজলুর রহমানসহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।