
রাইজিংসিলেট- আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। শনিবার (৮ নভেম্বর) সকালে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ বিষয়ে প্রশ্ন এড়িয়ে যান।
তিনি বলেন, “আমি রাজশাহীতে এসেছি টিটিসির কার্যক্রম দেখতে, নির্বাচন নিয়ে কথা বলার জন্য নয়।”
টিটিসি পরিদর্শন প্রসঙ্গে তিনি জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে থাকা এসব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দেশের কর্মসংস্থান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তার ভাষায়, “সারা দেশে শতাধিক টিটিসি রয়েছে। এখান থেকে প্রশিক্ষণ নেওয়া মানুষজন দেশ ও বিদেশে চাকরির সুযোগ পাচ্ছেন। বিশেষ করে রাজশাহীর মেয়েদের টিটিসিটি দেশের অন্যতম সেরা।”
সকালে প্রায় সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী টিটিসির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় রাজশাহী জেলা প্রশাসকসহ টিটিসির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।