
রাইজিংসিলেট- সরকার সম্প্রতি ১৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। এর ধারাবাহিকতায় ডিসি হিসেবে দায়িত্ব পালন করে আসা আটজন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে যুগ্মসচিব পদে পদায়ন করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী,
হবিগঞ্জের ডিসি ফরিদুর রহমান—জনপ্রশাসন মন্ত্রণালয়ে,
মাগুরার ডিসি অহিদুল ইসলাম—দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে,
সাতক্ষীরার ডিসি মোস্তাক আহমেদ—খাদ্য মন্ত্রণালয়ে,
নোয়াখালীর ডিসি খন্দকার ইশতিয়াক আহমেদ—স্বাস্থ্য সেবা বিভাগে,
পিরোজপুরের ডিসি মোহাম্মদ আশরাফুল আলম খান—মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে,
বগুড়ার ডিসি হোসনা আফরোজা—বিদ্যুৎ বিভাগে,
ঢাকার ডিসি তানভীর আহমেদ—মন্ত্রিপরিষদ বিভাগে যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পাবেন।
এছাড়া অপর এক আদেশে গাজীপুরের ডিসি নাফিসা আরেফীন-কে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।
আরেক প্রজ্ঞাপনে গাইবান্ধার ডিসি চৌধুরী মোয়জ্জম আহমদ-কে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (PPP) কর্তৃপক্ষে মহাপরিচালক (যুগ্মসচিব) হিসেবে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে।