
রাইজিংসিলেট- বলিউডে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে শাহরুখ খান। তার নতুন সিনেমা ‘কিং’ নিয়ে ইতোমধ্যেই শিল্পে উত্তেজনা ছড়িয়েছে। জানা গেছে, ছবিটি হতে যাচ্ছে বলিউডের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই অ্যাকশন-থ্রিলারের প্রাথমিক বাজেট ছিল প্রায় ১৫০ কোটি রুপি। কিন্তু আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের ভিএফএক্স এবং বিশাল সেট নির্মাণের কারণে সেই বাজেট বেড়ে গিয়ে দাঁড়িয়েছে আনুমানিক ৩৫০ কোটি রুপিতে। এই পরিমাণের মধ্যে এখনও বিপণন ও প্রচারণার খরচ ধরা হয়নি।
প্রথমে সিনেমাটির পরিকল্পনা করেন পরিচালক সুজয় ঘোষ, সীমিত বাজেটের একটি থ্রিলার হিসেবে। পরবর্তীতে দায়িত্ব নেন সিদ্ধার্থ আনন্দ, যিনি শাহরুখের সঙ্গে মিলে গল্প ও কনসেপ্ট পুরোপুরি নতুনভাবে সাজান। লক্ষ্য—ভারতীয় দর্শকদের এমন এক অ্যাকশন অভিজ্ঞতা দেওয়া, যা বলিউডে আগে দেখা যায়নি।
‘কিং’ ছবিতে থাকবে ছয়টি বৃহৎ অ্যাকশন দৃশ্য—তিনটি বাস্তব লোকেশনে এবং তিনটি বিশেষভাবে তৈরি সেটে চিত্রায়িত হবে। জানা গেছে, শাহরুখ খানের পরিচয় দৃশ্যের শুটিংয়েই ব্যয় হচ্ছে বিপুল অর্থ, যা সিনেমাটির অন্যতম আকর্ষণ হিসেবে ধরা হচ্ছে।
গৌরী খান ও মমতা আনন্দ প্রযোজিত এই প্রজেক্টে শাহরুখ নিজেও প্রযোজক হিসেবে যুক্ত আছেন।
ছবিটি ২০২৬ সালে মুক্তির লক্ষ্য নিয়ে দ্রুতগতিতে নির্মাণাধীন।
বলিউড বিশ্লেষকদের মতে, ‘কিং’ শুধু শাহরুখ খানের ক্যারিয়ারের নয়, বরং ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করতে পারে।