ঢাকাসোমবার , ১০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

শান্তিগঞ্জে আব্দুন নূর চেয়ারম্যান মেধা বৃত্তি প্রদান সম্পন্ন

rising sylhet
rising sylhet
নভেম্বর ১০, ২০২৫ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

ads

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও জনপ্রতিনিধি আব্দুন নূরের স্মৃতি রক্ষার্থে প্রবর্তিত  ‘আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি ২০২৪’ এর বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির পুরস্কার ও সনদপত্র প্রদান রোববার (৯ নভেম্বর) অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জে  স্থানীয় এফআইভিডিবি হল রুমে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন  সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের  সদস্য  সদস্য প্রফেসর ড. মো. নিজাম উদ্দিন।

ভিসি ড. নিজাম উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, একজন ভিন্নধারার প্রতিভামান রাজনীতিবিদ, প্রধান শিক্ষক ও জনপ্রতিনিধির নাম আব্দুন নূর চেয়ারম্যান স্মতি প্রাথমিক মেধা বৃত্তি আয়োজনের ভূয়সী প্রশংসার করে বলেন,  প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে  এই বৃত্তি একটি মহৎ উদ্যোগ।

ভিসি বলেন, বৃত্তিকে ছোট জিনিস মনে করা হলেও ভবিষ্যতের জন্য এর ব্যাপকতা ও বিশালতা অনেক বড়। এর ফলে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও উন্নতি করবে এবং সফল হিসেবে নিজেকে  প্রতিষ্ঠিত করার জন্য অনুপ্রাণিত হবে। তিনি বৃত্তি প্রাপ্তদের বিভিন্ন অনুপ্রেরণা মূলক উপদেশ দিয়ে   শিক্ষা অর্জনের পাশাপাশি  ‘ভালে মানুষ’ হাওয়ার পরামর্শ দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া।

তিনি তাঁর বক্তব্যে বলেন, এই মেধা বৃত্তি খুবই গুরুত্বপূর্ণ। এটা অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত। তিনি বলেন, প্রাথমিক থেকে শিক্ষার বৃত্তি মজবুত করত হবে। এক্ষেত্রে এসব আয়োজন অনুপ্রেরণা হিসেবে কাজ করে।

মেধা বৃত্তি প্রকল্পের নির্বাহী পরিচালক, দৈনিক আমার দেশ’র সিলেটের ব্যুরো প্রধান ও  সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন- সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন ও উপজেলা প্রাথমিক  শিক্ষা কর্মকর্তা মো. সেলিম খান।
শিক্ষিকা রাবেয়া আক্তারের সঞ্চালনায় এতে  বক্তব্য রাখন বৃত্ত পরীক্ষা নিয়ন্ত্রক আশীষ কুমার চক্রবর্তী, সমন্বয়ক মানিক লাল চক্রবর্তী, এফআইভিডিবির জেলা সমন্বয়ক এ ক শামীম অহমদ, আমার দেশের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি জসিম উদ্দিন, শিক্ষক দিলোয়ার হোসেন,  আয়োজক ফ্যামেলীর সদস্য ও স্কলার্সহোম কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী জান্নাতুল আহমদ মৌমি, বৃত্তি প্রাপ্ত সেজুতি মজুমদার শ্রæতি ও আয়ুশী দাস পড়শি প্রমূখ। বক্তারা আগামী বৃত্তি আরও বড় পরিসরে আয়োজনের আহ্বান জানান। আয়োজকদের পক্ষ থেকে বৃত্তি পরীক্ষা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ৫০ জন মেধাবী  শিক্ষার্থীর হাতে প্রধান অতিথি  ও বিশেষ অতিথিবৃন্দ  পুরস্কার  ও সনদ তুলে দেন।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের মেধা বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানটি শিক্ষার্থীদের উৎসাহ, প্রেরণা ও মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।