
বড়লেখা প্রতিনিধি:বড়লেখা উপজেলায় দীর্ঘদিন ধরে বিভক্তভাবে পরিচালিত বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনগুলোকে এক ছাতার নিচে আনার লক্ষ্যে প্রথমবারের মতো গঠিত হয়েছে “পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ”।
গত ০৯ নভেম্বর ২০২৫, রোজ বৃহস্পতিবার, সন্ধ্যা ৭টায় বড়লেখা উপজেলার একটি স্থানীয় মিলনায়তনে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে পরিষদের কার্যকরী কমিটি গঠন করা হয়। পরে ১০ নভেম্বর ২০২৫, রোববার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির আত্মপ্রকাশ ঘটে।
সভায় উপজেলার বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শ্রমিকদের অধিকার, নিরাপদ সড়ক এবং ন্যায্য মজুরি নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
ঘোষিত কার্যকরী কমিটি নিম্নরূপ—
সভাপতি: আব্দুল আহাদ
কার্যকরী সভাপতি: সাইফুল ইসলাম খলকু
সহ-সভাপতি: আব্দুল আহিদ
সাধারণ সম্পাদক: হুসাইন ইকবাল
সিনিয়র সহ-সাধারণ সম্পাদক: জালাল উদ্দিন
সহ-সাধারণ সম্পাদক: দুলু মিয়া ইসলাম
সাংগঠনিক সম্পাদকবৃন্দ:
মো. ইউনুছ মিয়া, সাইফুল ইসলাম, বদরুল ইসলাম, রাসেল আহমদ, তাহের আহমদ, আব্দুল মুকিত, দেলোয়ার হোসেন, কামরুল ইসলাম ও সুমন আহমদ।
নবগঠিত পরিষদের নেতারা বলেন, “পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ” বড়লেখার পরিবহন শ্রমিকদের ন্যায্য দাবি আদায়, শ্রমিক কল্যাণ তহবিল গঠন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা আরও জানান, এই সংগঠনটি রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সকল শ্রমিকের অধিকার রক্ষায় এবং শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করবে।
উল্লেখ্য, বড়লেখা উপজেলা রেজিস্ট্রেশন নং চট্ট–১২২৩, ২৪০৩ ও ২৩৫৯ অনুযায়ী পরিষদটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে।