
জ্যাকি চ্যান কি মারা গেছেন !
তার দুর্দান্ত পারফর্ম এখনও দর্শকের হৃদয়ে জোয়ার তোলে। অ্যাকশন সুপারস্টার বললে জ্যাকি চ্যানের নামটাই সামনে আসে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেছে তার মৃত্যুর গুজব। ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়, যেখানে তাকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা যায়। সেই ছবির সঙ্গে দাবি করা হয় জ্যাকি চ্যান মারা গেছেন এবং পরিবার খবরটি নিশ্চিত করেছে। তবে এই খবর সম্পূর্ণ মিথ্যা। খবর এনডিটিভির।
ভাইরাল পোস্টে লেখা ছিল, বিশ্ব সিনেমার প্রিয় মানুষটি, মহান অভিনেতা জ্যাকি চ্যান আজ আমাদের মাঝ থেকে চলে গেলেন। তবে বিষয়টি একেবারেই গুজব। একাধিক সংবাদমাধ্যমে জ্যাকির ঘনিষ্ট্যরা জানান অভিনেতা একেবারে সুস্থ আছে। তার মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ার ভুয়া নাটক শুধু অযথা বিভ্রান্তি ছড়াচ্ছে।
‘রাশ আওয়ার’, ‘দ্য করাতে কিড’–এর মতো জনপ্রিয় সিনেমার অভিনেতা জ্যাকি চ্যান বর্তমানে একাধিক নতুন প্রজেক্টে কাজ করছেন। বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
অন্যদিকে, জ্যাকি চ্যানের ভক্তরা মিথ্যা গুজব নিয়ে কথা বলেন। অনেকে মন্তব্য করেন, ফেসবুক কেন বারবার জ্যাকি চ্যানকে ‘মারা’ ফেলতে চাইছে? আরও একজন লেখেন, কাজের জায়গায় বসে চিৎকার করে ফেলছিলাম গুজব শুনে। এটাই প্রথম নয় গত কয়েক বছর ধরে জ্যাকি চ্যান বারবার এ ধরনের মৃত্যু গুজবের শিকার হচ্ছেন।