
ফেঞ্চুগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে ফেঞ্চুগঞ্জ নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় উপজেলার নিজামপুর গ্রামের রাফি (১৭) ও মোয়ান (১৭) নামের দুই কিশোর গুরুতর আহত হয়েছেন বলে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে।
এতে প্রাণ হারান সিলেটের সুনামগঞ্জ জেলার ধর্মপাশার পল্লব রায়। তিনি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি এরিস্টো ফার্মার বিক্রয় প্রতিনিধি ছিলেন।
আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডা. ডায়না।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।