ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল থেকে অপহৃত স্কুলছাত্রী বড়লেখায় উ দ্ধার: র‍্যাবের অ ভি যা নে আ ট ক ১

rising sylhet
rising sylhet
নভেম্বর ১৫, ২০২৫ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

ads

মো: হিফজুর রহমান:: মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা এলাকায় র‌্যাবের অভিযানে বরিশালের বাবুগঞ্জ থেকে অপহৃত সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে র‌্যাব-৯ (শ্রীমঙ্গল) ও র‌্যাব-৮ (বরিশাল)–এর যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত জাহিদুল ইসলামকে আটক করা হয়। তিনি ভোলা জেলার সদর উপজেলার বাগমারা গ্রামের আব্দুল খালেকের ছেলে।

র‌্যাব জানায়, মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে জাহিদুল দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে উত্যক্ত করছিল। বিষয়টি জানার পর ছাত্রীটির বাবা তাকে সতর্ক করলেও উত্যক্ত বন্ধ হয়নি। গত ১০ সেপ্টেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে বিদ্যালয়ের সামনে থেকে কয়েকজন সহযোগীসহ জাহিদুল মেয়েটিকে জোরপূর্বক একটি মাহেন্দ্র গাড়িতে তুলে নেয় বলে অভিযোগ করে পরিবার। পরে ভিকটিমের বাবা বাবুগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোপন তথ্যের ভিত্তিতে বড়লেখায় অভিযান চালিয়ে ছাত্রীটিকে উদ্ধার ও জাহিদুলকে আটক করে।

আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।