
রাইজিংসিলেট- বিভিন্ন সমস্যা এখনো পুরোপুরি সমাধান না হলেও দেশের অর্থনীতিতে ইতিবাচক অগ্রযাত্রা চলছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, অর্থনৈতিক গতি ফেরাতে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, এমন অভিযোগ সঠিক নয়; বেশির ভাগ সূচকই পুনরুদ্ধারের পথে।
রবিবার (১৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
তার বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন যে, পূর্ববর্তী সরকার গুরুত্বপূর্ণ মেগাপ্রকল্পের পাশাপাশি কিছু প্রকল্প স্মৃতিস্তম্ভ নির্মাণের মতোও বাস্তবায়ন করেছে। দায়িত্বগুলো সুসংহতভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে, ফলে আগামী নির্বাচিত সরকার এসব অভিজ্ঞতা থেকে কার্যকর দিকনির্দেশনা পেতে পারে।
তিনি বলেন, সরকারকে সমালোচনা করা যাবে, তবে ভালো কাজ হলে তার স্বীকৃতি পাওয়া জরুরি। কিছু মানুষ সব পরিস্থিতিতেই কেবল সমালোচনার দিকটিই খোঁজেন।
বিদেশে বাংলাদেশের একটি বর্তমান ভাবমূর্তি গড়ে উঠেছে বলেও তিনি উল্লেখ করেন। তবে তার মতে, বাইরের সার্টিফিকেট বা প্রশংসা দিয়ে দেশের মৌলিক সমস্যার সমাধান হবে না—এসব সমাধান করতে হবে নিজেদের উদ্যোগেই।