
রাইজিংসিলেট- বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন দেশের সম্মানিত আলেম-ওলামাদের সম্পর্কে কোনো ধরনের অশোভন বা অবমাননাকর মন্তব্য না করা হয়।
রবিবার (১৬ নভেম্বর) সকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই সতর্কতা প্রদান করেন।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, যারা সত্যিকার অর্থে জামায়াতে ইসলামীর প্রতি অনুগত, তারা আলেম সমাজকে লক্ষ্য করে কোনো অশোভন মন্তব্য করবেন না। তিনি আরও জানান, কেউ যদি এমন মন্তব্য করেন, তবে তা প্রমাণ করবে যে তিনি দলের প্রতি আন্তরিক নন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।