
রাইজিংসিলেট- বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল নিশ্চিত করেছেন যে তিনি আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিচ্ছেন না। বিসিবির সাম্প্রতিক নির্বাচন ঘিরে আলোচনা-সমালোচনার পর থেকেই তার বিপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, যা এবার তিনি নিজেই শেষ করলেন।
ক্রিকেট সংবাদমাধ্যম ক্রিকবাজকে তামিম জানান, এবারের প্লেয়ার্স ড্রাফটে তিনি থাকছেন না এবং ড্রাফট থেকে নিজের নাম প্রত্যাহারের বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিসকে অনুরোধ করেছেন।
তার ভাষায়, “হ্যাঁ, আমি বিপিএলে খেলছি না। ড্রাফট থেকে আমার নাম বাদ দিতে বলেছি।”
২০১২ সালে বিপিএল শুরুর পর থেকে প্রতিটি আসরেই অংশ নিয়েছেন তামিম। শেষ দুই মৌসুমে ফরচুন বরিশালের হয়ে নেতৃত্ব দিয়ে দলকে শিরোপাও এনে দিয়েছিলেন দেশের এই তারকা ওপেনার।
বোর্ড নির্বাচনের সাম্প্রতিক পরিস্থিতি, এবার ফরচুন বরিশালের না থাকা এবং ফিসনেটসহ বিভিন্ন প্রশাসনিক জটিলতা তামিমের বিপিএল খেলার সম্ভাবনাকে আরও কঠিন করে তুলেছিল। কয়েকদিন ধরেই এ নিয়ে গুঞ্জন চলছিল, এবং এবার তামিম তার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন।