
রাইজিংসিলেট- বেসরকারি স্কুল ও কলেজে অন্তর্বর্তী বা অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হলে সেসব প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসক (ডিসি) বা তাঁদের মনোনীত প্রতিনিধিরা। ১৬ নভেম্বর জারি করা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশে জানানো হয়, গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা-২০২৪–এর ৬৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, যেসব প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে, সেখানে অস্থায়ীভাবে ইউএনও বা ডিসি সভাপতির দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর জারি করা এক পরিপত্রে মন্ত্রণালয় জানায় যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান অস্থায়ী কমিটি ১ ডিসেম্বর থেকে বাতিল হবে এবং ৩০ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে। পরবর্তীতে ৩০ অক্টোবর এই নির্দেশ তিন মাসের জন্য স্থগিত করা হয়।
এর আগে ৩১ আগস্ট সরকার সংশোধিত প্রবিধানমালা প্রকাশ করে। নতুন নিয়ম অনুযায়ী, বেসরকারি কলেজের গভর্নিং বডির সভাপতি হতে হলে ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি নবম গ্রেডের নিচে নয় এমন সরকারি কর্মকর্তা, পঞ্চম গ্রেডের নিচে নয় এমন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজের অধ্যাপক-সহযোগী অধ্যাপকসহ নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম সভাপতি পদের জন্য শিক্ষা বোর্ডে প্রস্তাব পাঠানোর বিধান সংযোজন করা হয়েছে।