ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

৩নং ওয়ার্ডে আয়কর আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান মিঠুকে সর্বস্তরের নাগরিকবৃন্দের সংবর্ধনা

rising sylhet
rising sylhet
নভেম্বর ১৭, ২০২৫ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

ads

সিলেট মহানগর ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আয়কর আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান মিঠুর দলীয় বহিস্কারাদেশ প্রত্যাহার হওয়ায় সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকবৃন্দের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নগরীর মুন্সিপাড়ায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুন্সিপাড়া পঞ্চায়েত কমিটির বিশিষ্ট মুরব্বি মো. মোস্তফা কামাল পাশার সভাপতিত্বে ও ৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা আয়কর আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান মিঠু।

সংবর্ধিত অতিথির বক্তব্যে মোহাম্মদ মিজানুর রহমান মিঠু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচী ঘোষনা দিয়েছেন, তা কেবল রাজনৈতিক অঙ্গীকার নয় বরং বাংলাদেশের প্রতিটি মানুষের ভোটের অধিকার ও অর্থনৈতিক মুক্তির রূপরেখা।

বহিস্কারাদেশ প্রত্যাহার করায় তিনি বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দল আমাকে যে আস্থা ও সম্মান দিয়েছে, আমি সে আস্থার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ নিষ্ঠা ও সততার সঙ্গে রাজপথে গণমানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, ৩নং ওয়ার্ডের জনগণই আমার শক্তি। জনগণের অধিকার আদায়ের আন্দোলনে আমি সবসময় আপনাদের সঙ্গে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো। দলকে সুসংগঠিত ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে বিজয়ী করে হযরত শাহজালাল (র:) ও হযরত শাহপরান (র:) স্মৃতি বিজরিত পূণ্যভূমি সিলেটের সংসদীয় আসন-১ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিপাড়া জামে মসজিদ কমিটির সেক্রেটারী মো. আব্দুল মান্নান, এলাকার বিশিষ্ট মুরব্বী জাহাঙ্গীর মিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন পিডব্লিউ মসজিদের সাবেক ইমাম মাহতাব আহমেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড শ্রমিকদলের আহবায়ক মো. আনোয়ার হোসেন, ওয়ার্ড বিএনপির অর্থ সম্পাদক আব্দুল হামিদ, শ্রমিকদলের যুগ্ম আহবায়ক নান্নু মিয়া, ৩নং ওয়ার্ড মহিলাদল নেত্রী খালেদা বেগম, সিলেট মহানগর রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. মুখলেছ মিয়া, সিলেট মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক রাহাত আহমদ টিপু, যুবদল নেতা আব্দুল হাকিম সুমন, জেলা ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত আয়কর আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান মিঠুকে ৩নং ওয়ার্ড বিএনপি, শ্রমিকদল, মহিলাদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, মহানগর রিক্সা মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্থরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।