ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বড়লেখায় থানাপুলিশের বিশেষ অ ভি যানে ৮ জন গ্রে ফ তার

rising sylhet
rising sylhet
নভেম্বর ১৭, ২০২৫ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ads

মৌলভীবাজারের বড়লেখায় থানাপুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ৪ পলাতকসহ মোট ৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাতে বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত পরোয়ানাভুক্ত আসামিরা হলেন— উপজেলার বারইগ্রাম (রেলস্টেশন) এলাকার মৃত কাশেম আলীর ছেলে মকবুল হোসেন, কাঠালতলী এলাকার মনির আলীর ছেলে হেলাল মিয়া ও তার স্ত্রী মুজি বেগম, এবং বিওসি কেছরীগুল এলাকার লেবুর আহমদের স্ত্রী পিয়ারা বেগম।

অন্যদিকে, এজাহারনামীয় আসামিদের মধ্যে রয়েছেন— সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই গ্রামের মৃত শানুর আহমদের ছেলে মো. ফজর আলী টিটু, হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বংশিবপাশা গ্রামের মৃত লোকমান আহমদের ছেলে মো. আমির উদ্দিন (২৭), ৮(১২)২৪ মামলার তদন্ত প্রাপ্ত আসামি বড়লেখা উপজেলার ভাড্ডা গ্রামের মৃত মকবুল আলীর ছেলে অমর উদ্দিন (৪৬) এবং টুকা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সোহেল আহমদ (৪০)।

বড়লেখা থানার ওসি মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, “গ্রেফতারকৃত সকল আসামিকে সোমবার বিকেলে যথাযথ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।” তিনি আরও জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।