
রাইজিংসিলেট- সিলেটে র্যাব–৯ পরিচালিত এক অভিযানে নাশকতা মামলায় পলাতক যুবলীগ নেতা আকরামুল ইসলাম মান্না (আকরাম)কে আটক করা হয়েছে। র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব–৯ এর সিপিএসসি সিলেটের একটি দল ১৭ নভেম্বর রাত প্রায় ৯টার দিকে শাহপরান থানার নোয়াগাঁও এলাকায় অভিযান চালায়। এ অভিযানে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের মামলার এজাহারভুক্ত আসামি আকরামকে গ্রেপ্তার করা হয়।
আকরাম পূর্বে সিলেট সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে সিলেট সদর উপজেলা যুবলীগের নেতা। তিনি দলইপাড়া এলাকার হাবিব মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃত আকরামকে পরবর্তীতে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।