
বড়লেখা প্রতিনিধি:: মৌলভীবাজার জেলার জুড়ীতে সরকার বিরোধী মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের সদস্য ও ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃত ওই ছাত্রলীগ নেতা হলেন উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের আব্দুল মুনিমের ছেলে আরিফুল ইসলাম শুভ।
মঙ্গলবার (১৮নভেম্বর) সন্ধ্যার পর থেকে এ অভিযান চালায় পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সরকার বিরোধী মিছিলে অংশগ্রহণের অপরাধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূইয়া বলেন, “আরিফুল ইসলাম শুভর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।