
কালিঘাট, মহাজনপট্রি, লালদিঘীরপাড় ও কাষ্টঘর এলাকায় ব্যাপক প্রচারণা চালান মুক্তাদির।
বিরামহীন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সিলেট-০১ আসনে (মহানগর ও সদর) বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও দিন-রাত ধানের শীষের সমর্থনে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন তিনি। মহানগর ও সদরের ভোটারদের মন জয় করতে নানা রকমের লিফলেট ও সভা-সমাবেশে ব্যতিক্রমী বক্তব্য দিয়ে আকৃষ্ট করছেন ভোটারদের।
এর অংশ হিসেবে বুধবার সকাল ১১ টা থেকে বাদ যোহর পর্যন্ত সিলেট ব্যবসায়ী সমিতির নেতাদের নিয়ে কালিঘাট, মহাজনপট্রি, লালদিঘীরপাড় ও কাষ্টঘর এলাকায় ব্যাপক প্রচারণা চালান মুক্তাদির। এসময় তিনি বলেন, অতীতে অপরিকল্পিত উন্নয়ন এবং অবকাঠামোগত লুটপাটের কারণে প্রত্যাশিত উন্নয়ন হয়নি, যার ভুক্তভোগী এই সিলেটের ব্যবসায়ী সমাজ। আগামী নির্বাচনে এই নগরবাসীর সমর্থন নিয়ে ভবিষ্যতে সুষম উন্নয়নের মাধ্যমে পরিকল্পিত নগর উপহার দিতে চাই। বিশেষ করে ব্যবসায়ীদের সুষ্ঠু প্রতিবন্ধকতা দূরীকরণে ভুমিকা রাখতে চাই।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিএনপি সরকার ব্যবসায়ী বান্ধব সরকার। বিগত দিনে ব্যবসায়ীদের পাশে ছিলো আগামীতেও থাকবে। বিশেষ করে কালিঘাট, মহাজনপট্রি, কাষ্টঘর এলাকা সিলেটের ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা। আগামী নির্বাচনে অতীতের ন্যায় এখানকার ব্যবসায়ীদের পাশে চায় বিএনপি। আমাদের বিশ্বাস নির্বাচনে ধানের শীষ এর বিজয়ে পাশে থাকবেন সিলেটের সকল ব্যবসায়ীরা।
লিফলেট বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, সাবেক সভাপতি জিয়াউল হক জিয়া, সেক্রেটারি হাজি সৈয়দ জাহিদ উদ্দিন, সহ সভাপতি মো. সাদেক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কুবেব হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সামন, প্রচার সম্পাদক ইমতিয়াজ হোসেন আরাফাত, সদস্য আলা উদ্দিন, আমিন আহমেদ, মাহবুবুর রহমান জনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজির আহমদ, সদর উপজেলা বিএনপি নেতা ইলিয়াস মেম্বার প্রমুখ।