ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ভূমিকম্পের সতর্কতায় সিলেটে গ্যাস কূপ খনন সাময়িক বন্ধ

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৩, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সাম্প্রতিক ভূমিকম্পের প্রভাবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সিলেট, চট্টগ্রাম ও নরসিংদী অঞ্চলের সব গ্যাস কূপে চলমান ড্রিলিং কাজ সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছে পেট্রোবাংলা। রোববার (২৩ নভেম্বর) প্রতিষ্ঠানের পাঠানো এক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বাপেক্সের তথ্যমতে, মাত্র দুই দিনের ব্যবধানে চারটি ভূমিকম্প নরসিংদী এলাকার নীচে থাকা ভূস্তরকে অত্যন্ত অস্থিতিশীল করে তুলেছে। তাদের মতে, সামান্য কম্পনও এই অঞ্চলের ভূমির অস্থিতিশীলতা আরও বাড়িয়ে দিতে পারে।

এ কারণে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের যেসব জেলায় পেট্রোবাংলার আওতাধীন গ্যাস কূপে ড্রিলিং কাজ চলছিল, সেগুলোও অন্তত ৪৮ থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে নরসিংদী জেলায় সব ধরনের ড্রিলিং কার্যক্রম এই সময় পর্যন্ত সম্পূর্ণ নিষিদ্ধ রাখার সুপারিশ করা হয়।

এর আগের দিন, শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটে সাভারের বাইপাইল এলাকায় ৩.৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়, যার উৎস ছিল নরসিংদীর পলাশ উপজেলা। পরে সন্ধ্যা ৬টার দিকে আরও দুটি কম্পন হয়—প্রথমটির মাত্রা ছিল ৩.৭ এবং দ্বিতীয়টির ৪.৩, যার উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডা এলাকা।

এর আগে শুক্রবার (২১ নভেম্বর) সকালে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সারা দেশে ১০ জনের মৃত্যু হয়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী এলাকায়। বিশেষজ্ঞদের মতে, বড় ভূমিকম্পের পর পরবর্তী ক্ষুদ্র কম্পন বা আফটারশক হওয়া স্বাভাবিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।