
দর্শকদের ভালোবাসায় আপ্লুত রাকুল প্রীত সিং। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, এই অভিজ্ঞতা তার জন্য ছিল ‘হৃদয়ভরা একটি মুহূর্ত’। রাকুল জানান, আয়েশা চরিত্রটির প্রতি দর্শকদের স্নেহ তাকে গভীরভাবে ছুঁয়ে গেছে। খবর বলিউড হাঙ্গামার।
তিনি প্রতিটি বার্তার উত্তর দিতে না পারলেও সব পড়ছেন- এ কথাও পোস্টে উল্লেখ করেন অভিনেত্রী।
‘দে দে পেয়ার দে ২’-এর সাফল্যে উজ্জীবিত রাকুল এখন ব্যস্ত তার পরবর্তী ছবি ‘পতি পত্নী অউর ওহ দো’-র প্রস্তুতিতে। এই ছবিতে তার সঙ্গে থাকছেন আয়ুষ্মান খুরানা, সারা আলি খান এবং ওয়ামিকা গাব্বি।
একই সঙ্গে রাকুল ধন্যবাদ জানান তার সহ-অভিনেতা অজয় দেবগন, আর. মাধবন, মীযান জাফরি এবং পুরো চলচ্চিত্র-দলকে। তার ভাষ্য, সেটে সবার সহযোগিতার কারণেই আয়েশা চরিত্রটি দর্শকের মনে এত দাগ কাটতে পেরেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।