
মুরাদপুর থেকে মো. জসিম উদ্দিন (৪২) নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশ।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে শাহপরাণ থানার মুরাদপুর বাজারে চেকপোস্ট করার সময় একটি কাভার্ড ভ্যান (রেজি. নং ঢাকা মেট্রো-ড-১২-৫৬৮৯) তল্লাশি করে ৮০ বস্তায় ৩ হাজার ৮৪০ কেজি ভারতীয় চা পাতাসহ জসিমকে গ্রেপ্তার করে শাহপরান থানাপুলিশ।
জসিম ভোলা জেলার লাল মোহন থানার পূর্ব চর উম্মেদ গ্রামের মো. মোশাররফ হোসেন ও মকছুদা খাতুনের ছেলে।
জব্দকৃত চা পাতার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।এ ব্যাপারে পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।