ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জুয়া খেলার সঙ্গে জড়িত পেশাদার ৫ জুয়াড়ীকে গ্রে প্তা র

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৩, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

ads

শীলং তীর জুয়া খেলার সঙ্গে জড়িত পেশাদার ৫ জুয়াড়ীকে গ্রেপ্তার করা হয়েছে।রবিবার (২৩ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশ।

শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের সবাইকে নগরীর পাঠানটুলা শ্রাবণী আবাসিক এলাকার ফুটপাতে প্রকাশ্যে জুয়াখেলারত অবস্থায় তাদের গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার বোগলা এলাকার ক্ষীতিশ দাস ও মঞ্জু রানী দাসের ছেলে বর্তমানে আখালিয়া নতুনবাজার এলাকার বাসিন্দা বিজয় দাস (৫২), এয়ারপোর্ট থানার লন্ডনী রোড অগ্রনী ১৪নং বাসার মো. আব্দুর রউফ ও শিরিনা বেগমের ছেলে মো. বাদশা মিয়া (২৫), বিশ্বনাথ থানার লামাকাজী খোজারপাড়ার বলাই মালাকার ও প্রমিলা মালাকারের ছেলে বর্তমানে জালালাবাদ থানাধীন পশ্চিম পাঠানটুলা এলাকার অধিবাসী অজিত মালাকার ওরফে পাবেল মিয়া (৩৭), বরিশালের ঝালকাঠি থানার সরূপকাঠি এলাকার মো. আবুল কালাম ও মিলা বেগমের ছেলে বর্তমানে এয়ারপোর্ট থানার জাহাঙ্গীরনগর আলীবাহার চা বাগান এলাকার বাসিন্দা কাউছার আহমদ রনি (২৪) ও পাঠানটুলা এলাকার আমবাজ আলী ও জাহানারা বেগমের ছেলে রুবেল মিয়া (৩৫)।

তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।