
রাইজিংসিলেট- মালয়েশিয়ার বিভিন্ন রাজ্য টানা ভারি বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যার কবলে পড়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, সাতটি রাজ্যে এখন পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
প্রতিবছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত চলা মৌসুমি বর্ষায় দেশটির পূর্ব উপকূলে নিয়মিতই বন্যা দেখা দেয়, এবং এ সময়ে অনেক মানুষকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হতে হয়।
সংস্থার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার সকাল ৬টা পর্যন্ত ৩ হাজার ৮৩৯ পরিবারের মোট ১১ হাজার ৯ জন মানুষ কেদাহ, কেলান্তান, পেনাং, পেরাক, পারলিস, তেরেঙ্গানো ও সেলাঙ্গর রাজ্যে বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
উত্তর-পূর্বাঞ্চলীয় থাইল্যান্ড সীমান্তবর্তী রাজ্য কেলান্তান সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে, এখানেই অন্তত ৮ হাজার ২২৮ মানুষ বন্যার প্রভাবে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বন্যার্তদের আশ্রয় দিতে ৬০টি অস্থায়ী কেন্দ্র খোলা হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, স্থানীয় প্রশাসনের সহায়তায় পানিবন্দি মানুষদের উঁচু স্থানে অবস্থিত একটি মসজিদে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।