
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ বলেছেন, দেশের মধ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জনমনের উদ্যেগ তৈরি করেছে। সেনাবাহিনী মোতায়েন করা এমতাবস্থায় যেভাবে হত্যাকাণ্ড চলছে তাতে দেশের মধ্যে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। দেশে আগ্নেয়াস্ত্রের ব্যবহার আশঙ্খা জনকভাবে বেড়েছে প্রকাশ্যে দিন দুপুরে হত্যা করতেও দ্বিধাবোধ করছে না সন্ত্রাসীরা। তাই অবৈধ অস্ত্র উদ্ধারে এবং দমন করতে সর্বোপূরী অভিযান পরিচালনা করতে হবে। তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে যথাযথভাবে গণভোটের ব্যবস্থা করা, জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিত করা, লেভেল প্লেয়িং ফিল্ড করতে প্রয়োজনীয় ব্যবস্থা করা, গণহত্যার সাথে জড়িত সকলের বিচার করা এবং ফ্যাসীবাদের দোসর জাতীয় পার্টি সহ ১৪ দলের বিচার এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করার দাবীতে আগামী ৬ ডিসেম্বর ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন তিনি।
সোমবার (২৪ নভেম্বর) বিকাল ৩টায় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের কোতোয়ালী থানার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ রিয়াজ এসব কথা বলেন।
কোতোয়ালী থানা সভাপতি মাওলানা জহুরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী আবুল হোসেনের পরিচালনায় প্রতিনিধি সম্মেলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি, জয়েন্ট সেক্রেটারী প্রভাষক বুরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর প্রশিক্ষণ সম্পাদক মোঃ আরিফুর রহমান, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রনি, কোতোয়ালী থানা সহ-সভাপতি আনোয়ার হোসাইন, মোঃ জাহাঙ্গীর হোসেন, জয়েন্ট সেক্রেটারী ইয়াসিন আহমদ, সাংগঠনিক সম্পাদক গোলাপ আহমদ সহ থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।