ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান-মির্জা ফখরুল

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৪, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

ads

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান।

বিএনপি যখন ক্ষমতায় এসেছে তখনই গণমাধ্যমর উন্নয়নের জন্য কাজ করেছে। গেল ১৫ বছর অনেক সাংবাদিক নিজ উদ্যোগে ফ্যাসিবাদকে সমর্থন করেছে।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীতে গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, নিজেদের মধ্যে বিভক্তির কারণেই সাংবাদিকরা বিভিন্ন রাজনীতিকদের পকেটে ঢুকে যান।

বিএনপি সবসময় গণমাধ্যমের উন্নয়নের জন্য কাজ করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের দাবিগুলো অগ্রাধিকারের ভিত্তিতে দেখা হবে।

অন্য বক্তারা বলেন, গণমাধ্যম সংবাদ উপস্থাপনের সময় যেন নিরপেক্ষ থাকে, বাংলাদেশের পক্ষে থাকে। গণমাধ্যমকে জনবান্ধব হয়ে ওঠার পরামর্শ দিয়ে তারা বলেন, সাংবাদিকদের সর্বত্র ওয়াচডগের ভূমিকা পালন করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।