ঢাকাসোমবার , ২৪ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

৫০ লাখ টাকা ঘুষ দেওয়ার অ ভি যো গে পুলিশ সুপার হান্নানকে শাস্তি হিসেবে ‘তিরস্কার’ দণ্ড

rising sylhet
rising sylhet
নভেম্বর ২৪, ২০২৫ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

ads

এক ব্যক্তিকে ৫০ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগে বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার ও নরসিংদীর সাবেক পুলিশ সুপার মো. আব্দুল হান্নানকে শাস্তি হিসেবে ‘তিরস্কার’ দণ্ড দিয়েছে সরকার।

আব্দুল হান্নানের বিরুদ্ধে আনা অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে এই দণ্ড দিয়েছে সরকার।

সোমবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে জানি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি গঠিত বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে নরসিংদীর পুলিশ সুপার হিসেবে পদায়নের জন্য আব্দুল হান্নান কথিতভাবে রবিউল মুন্সীকে ৫০ লাখ টাকা ঘুষ দিয়েছিলেন। তবে, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের কারণে  পদায়ন বাস্তবায়ন সম্ভব হয়নি।

এরপর গত বছরের ৯ নভেম্বর নরসিংদীতে পুলিশ সুপার হিসেবে যোগদানের পর আব্দুল হান্নান ও তার অধীনস্ত ডিবি ইনচার্জ পুলিশ পরিদর্শক এস এম কামরুজ্জামান অনুমতি ছাড়া ঢাকায় গিয়ে মনিপুরীপাড়া এলাকায় ৫ লাখ টাকা আদায় করেন। বাকি ৪৫ লাখ টাকার ফেরতের জন্য স্বহস্তে লিখিত দলিল গ্রহণ করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে তদন্ত ও শোনা নোটিশের ভিত্তিতে অভিযোগের সত্যতা পাওয়ায় আব্দুল হান্নানকে ‘তিরস্কার’ দণ্ড দেওয়া হয়েছে।

তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, হান্নান সাংবাদিক নেছারুল হক খোকনের সঙ্গে কথোপকথনের সময় বদলি সংক্রান্ত বিষয় এবং ব্যক্তিগত কাজে পুলিশ ব্যবহার স্বীকার করেছেন। পরে কথোপকথন প্রকাশ হলে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।